কুবিতে সাধারন শিক্ষার্থীদের পিটাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৪ই জানুয়ারী ২০১৯ ১১:৩২ অপরাহ্ন
কুবিতে সাধারন শিক্ষার্থীদের পিটাল ছাত্রলীগ

'কুকুরের কাজ কুকুর করিয়াছে কামড় দিয়াছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?' - প্রচলিত এই প্রবাদটির মাধ্যমে মূলত কুকুর যে আমাদের সমাজে অতি নিগৃত এবং অবহেলিত একটি প্রাণী তাই বুঝানো হয়।  কিন্তু উপরের ছবিটিই যেন এই প্রবাদের স্বার্থকতাকে নড়বড়ে করে দেয়। কেনোনা যে কাজটি কুকুরের করার কথা ছিলো সেই কাজ'ই এখন মানুষে মানুষে করছে। তাও আবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ুয়া শিক্ষার্থীরা। 

আর এ কারনেই হয়তো বোবা এই প্রাণী অবাক হয়ে মানুষের এই মারামারির দৃশ্য দেখছিলো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছেই ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয়ের সাধারন ৫ শিক্ষার্থীদের গায়ে হাত তোলে। মারামারির এক পর্যায়ে ছবিটি তোলা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব