প্রধানমন্ত্রীকে আশুলিয়ার ১৫ শ্রমিক সংগঠনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৪ই জানুয়ারী ২০১৯ ০৮:১৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে আশুলিয়ার ১৫ শ্রমিক সংগঠনের অভিনন্দন

গার্মেন্টস শ্রমিকদের মজুরী পুনরায় বৃদ্ধির ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সাভার ও আশুলিয়ার  গার্মেন্টস শ্রমিক  সংগঠন সমূহ। সোমবার সন্ধ্যায় আশুলিয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গার্মেন্টস সংগঠনের নেতৃবৃন্দরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শ্রমিক বান্ধব উল্লেখ করে ধন্যবাদ জানানোর পাশাপাশি সাভার-আশুলিয়ার সকল পোশাক কারখানার শ্রমিকদের কাজে যোগদানের জন্য আহ্বান জানান। সেই সাথে কেউ বা কোন সংগঠন  শ্রমিকদের উস্কানী বা ইন্ধন দিয়ে অরাজকতা সৃস্টি করলে তার দায়ভার শ্রমিক সংগঠন বহন করবে না। পুনরায় মজুরী বৃদ্ধি  সরকারের যুগোপযোগী  সিদ্ধান্ত। সকল কারখানার শ্রমিকদের শান্তি পূর্ণভাবে কর্মস্থলে যোগদানের জন্য জোরালো অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের  সভাপতি মো: সারোয়ার হোসেন। এছাড়া সংবাদ সম্মেলণে অংশ নেওয়া সংগঠনগুলো হলো- স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাগো বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, রেডিমেট গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, তৃণমূল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ১৫টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে এসময় সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব