গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে আসা উচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৩ই জানুয়ারী ২০১৯ ১১:১০ পূর্বাহ্ন
গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে আসা উচিত

গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে আসা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভায় দলটির কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ কথা বলেন তিনি। একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠনের পর এই যৌথ সভা আয়োজন করা হয়। বৈঠকের সভাপতি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ সভায় শেখ হাসিনা সূচনা বক্তব্যে কড়া সমালোচনা করেন বিএনপির শীর্ষ নেতৃত্বের। তিনি বলেন, বিএনপির নির্বাচনে এই ভড়াডুবির জন্য দলটির শীর্ষ নেতৃত্বই দায়ী।

প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা মেরে খাওয়ার অপরাধে জেলে থাকা আর পলাতক আসামির নেতৃত্বে নির্বাচন করার কারণেই দলটির এমন অবস্থা। তারপরও গণতন্ত্রের স্বার্থে বিএনপির যে কজন একাদশ নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাদের সংসদে আসা উচিত। অতীতের ভুল শুধরে আগামীতে বিএনপিকে গণতন্ত্রের চর্চায় সঠিক সিদ্ধান্ত নেবার পরামর্শও দেন আওয়ামী লীগ সভাপতি।

ইনিউজ ৭১/এম.আর