প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫০
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট এবং ক্রোয়েশিয়া ও বেলারুশের প্রধানমন্ত্রীসহ আরও রাষ্ট্র ও সরকার প্রধানরা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ও আপনার দলের ঐতিহাসিক নিরঙ্কুশ বিজয় আপনার চমৎকার নেতৃত্ব এবং নাগরিকদের স্বার্থের প্রতি অঙ্গীকারের পাশাপাশি বিগত বছরগুলোতে আপনার নেতৃত্বে অর্জিত অগ্রগতির সাক্ষ্য।’
ইনিউজ ৭১/এম.আর