প্রকাশ: ৮ জানুয়ারি ২০১৯, ২৩:১০
একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভাতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। গত সোমবার (৭ জানুয়ারি) শপথগ্রহণের পর আজ ছিল তার প্রথম কর্মদিবস। যানজটের ঝক্কি এড়াতে এদিন মোটরসাইকেলে চড়ে মন্ত্রণালয়ে আসেন তিনি। সেই ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে নানা সমালোচনা। কারণ, আইন অনুসারে মোটরসাইকেলে চড়ার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না। যদিও প্রতিমন্ত্রীর শেয়ার করা তিনটি ছবির একটিতে তার মাথায় হেলমেট দেখা গেছে, তবে বাকি দু’টিতে তিনি হেলমেট ছাড়াই ছিলেন।
জালালউদ্দিন সাগর লিখেছেন, হেলমেট ছাড়া প্রতিমন্ত্রী যখন বাইকে চড়তে পারেন তখন আমি চড়লে দোষ কেন?
উল্লেখ্য, গত রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ও দপ্তর জানান। এতে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের নাম ঘোষণা করা হয়।
ইনিউজ ৭১/এম.আর