ভোলার বোরহানউদ্দিনে সারা দেশের সাথে একযোগে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিতরণ উৎসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদ্দূসের সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, ওসি অসিম কুমার শিকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমূখ। ওই সময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সকাল ১০ টা থেকে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব পালিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।