প্রকাশ: ১ জানুয়ারি ২০১৯, ১৮:৩
বসছে পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান। দীর্ঘ ৬ মাস বিরতির পর এ মাসের ১৫ জানুয়ারির (মঙ্গলবার) মধ্যে বসছে ৬ষ্ঠ স্প্যানটি। ফলে দৃশ্যমান হবে সঙ্গে ৯শ মিটার সেতু। এরপর থেকে প্রতিমাসে কমপক্ষে একটি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন প্রকৌশলীরা। এছাড়া সেতুর স্প্যানে রেল স্ল্যাবের পর এই মাস থেকে শুরু হবে রোড স্ল্যাব বসানোর কাজও।
আরও পড়ুন: মোবাইলে ফিরলো থ্রিজি ও ফোরজি
ইনিউজ/জিয়া