
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৫৯

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় চার দিনের গুরুত্বপূর্ণ সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) পৌঁছাচ্ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ নির্বাচন-পূর্ব সময়ে বাংলাদেশে রাজনৈতিক সংলাপ, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
