
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮ হাজার ৬৬৩টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২২৬টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ধরা হয়েছে। অর্থাৎ, ভোটকেন্দ্রের প্রায় ৬৭ শতাংশই সহিংসতা বা কেন্দ্র দখলসহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।
