
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১২:৫২

বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই দেশের আগামী পথ ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। সোমবার (৩ নভেম্বর) আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এসব কথা বলেন।
