আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনাসদস্য রয়েছে। নির্বাচনকালে এ সংখ্যা বাড়িয়ে এক লাখ করা হবে। পাশাপাশি নৌ-বাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও কোস্টগার্ডও দায়িত্ব পালন করবে। তবে সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।
এ সময় তিনি লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তবে ভৌগোলিক কারণে—চট্টগ্রামের পাহাড়, সমুদ্র ও সমতল এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা চ্যালেঞ্জিং। তারপরও নির্বাচনের আগেই আরও অস্ত্র উদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এছাড়া নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়ে গেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতির পাশাপাশি জনগণের আস্থা ও সহযোগিতাই হবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মূল ভিত্তি।