প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৫২
নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তার অবকাশ নেই উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস যে সময় নির্বাচন হওয়ার কথা বলেছেন, তার এক দিনও পেছাবে না। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচন উৎসবমুখর ও সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রেস সচিব। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে কৌতূহল রয়েছে, তার নিরসন ঘটাতে চাই। একটা বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন—নির্বাচন কোনোভাবেই দেরি হবে না। প্রফেসর ইউনূস প্রথমে বলেছেন এপ্রিলের শুরুতে নির্বাচন হতে পারে, পরে বিবেচনায় আসে যদি সংস্কার কার্যক্রম এগিয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে।
তিনি বলেন, আমরা এখনো ফেব্রুয়ারির প্রস্তুতি নিয়েই কাজ করছি। যদি পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলে, তাহলে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো পরিস্থিতিতেই এর তারিখ পেছানো হবে না।
নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, প্রতিটি নির্বাচনেই কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। তবে এবারের নির্বাচনে সহিংসতা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ধারা গড়ে উঠেছে। এটা একটি ইতিবাচক দিক। সকল পক্ষের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটাই আমাদের প্রত্যাশা।
এদিকে, সংলাপে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। প্রেস সচিব সেসব বিষয়ে স্পষ্ট করে বলেন, সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে এবং নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সবমিলিয়ে আসন্ন নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা ছিল এই সংলাপে। ভোটারদের আস্থা ফেরাতেও এমন বার্তাই এখন সময়ের দাবি বলে মত দেন উপস্থিত বিশ্লেষকরা।