সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স বিহীন এক ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ জানুয়ারী) বিকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজিপুর এলাকায় 'মেসার্স সান ব্রিকস' নামে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন বলেন, মোবাইল কোর্ট চলাকালীন সময়ে মৃত রজব আলী মন্ডলের ছেলে আইয়ুব আলী মন্ডল নামের এক ব্যক্তিকে ইট ভাটায় প্রদত্ত লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন ২০১৩ এর ৩০৫ (৩) (৪) ধারা লঙ্ঘন ও ১৫ (২) এর (ক) (খ) ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।