পূর্বাচল থেকে মোটরসাইকেল সহ প্রেমিক যুগলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৩:১৬ অপরাহ্ন
পূর্বাচল থেকে মোটরসাইকেল সহ প্রেমিক যুগলের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ২ নম্বর সেক্টরে লেক থেকে এক তরুণী ও তার সঙ্গে থাকা এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতদের মধ্যে ১৬ বছরের কিশোর শাহিনুর রশিদ কাব্য ও ১৮ বছরের সুজানা নামে এক তরুণী রয়েছেন। তাদের মৃতদেহ মোটরসাইকেলের নিচে আটকানো ছিল।

মঙ্গলবার সকালে রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে প্রথমে সুজানার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই সময় সুজানার সঙ্গে থাকা কিশোর কাব্য নিখোঁজ ছিল। এরপর বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় কাব্যকে মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়।

নিহত কাব্য রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার বাসিন্দা এবং আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়। মিরপুর থেকে সুজানার পরিবারের সদস্যরা এসে তার মৃতদেহ শনাক্ত করেন।

এই দুর্ঘটনার পর পুলিশের তরফ থেকে আরও তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তবে স্থানীয়রা ধারণা করছেন, সম্ভবত অপ্রত্যাশিত কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে মোটরসাইকেলটি লেকের মধ্যে পড়ে যায়।

এই ঘটনার পর থেকেই স্থানীয় এলাকায় উদ্বেগ এবং শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ ঘটনার তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে, এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।