ঢাকায় সমাবেশে যাওয়ার পথে অনিক পরিবহণে অভিযান, ১৫ নারীসহ ১৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ন
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে অনিক পরিবহণে অভিযান, ১৫ নারীসহ ১৬ জন আটক


ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হওয়া একটি অননুমোদিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) হবিগঞ্জ থেকে আসা অনিক পরিবহণের বাসে অভিযান চালিয়ে ১৫ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটকরা ঢাকায় একটি প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন, যেখানে তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।


রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্বপাড়ে গাড়িগুলো তল্লাশি করা হচ্ছিল। ওই সময়, অনিক পরিবহণের বাসে তল্লাশি চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ জন নারী এবং ১ জন পুরুষ রয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে কামরুল ও শিউলি নামে দুজন নেতার ভূমিকা ছিল, যারা ওই দলের নেতৃত্ব দিচ্ছিলেন।


পুলিশ জানায়, আটককৃতরা "অহিংস আন্দোলন বাংলাদেশ" নামক একটি সংগঠনের সদস্য, যারা গত কয়েক দিন ধরে ঢাকায় একটি সমাবেশের আয়োজন করছিল। তাদের দাবি ছিল, বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। যদিও প্রশাসন এ ধরনের কোনো সমাবেশের অনুমতি দেয়নি, তারপরও তারা ঢাকায় আসছিলেন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, "তাদের ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে। আটককৃতদের সঙ্গে আরও কিছু তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


এদিকে, পুলিশ জানিয়েছে, সকাল থেকে সুলতানা কামাল সেতু ও আশপাশের এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল, কারণ কিছু সংগঠন অনুমতি না নিয়েই সমাবেশের আয়োজন করতে চেয়েছিল, যা জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।


আটককৃতদের মধ্যে বেশিরভাগই হবিগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নারী, যারা সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় আসছিলেন বলে পুলিশ ধারণা করছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।