সরাইলের অরুয়াইলে সরকারি জমি দখলে ৩২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ১১:১২ পূর্বাহ্ন
সরাইলের অরুয়াইলে সরকারি জমি দখলে ৩২ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাট করে অবৈধভাবে দোকানপাট, পাকা ভবন এবং বহুতল নির্মাণের অভিযোগে ৩২ জন দখলদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।  


বুধবার (১৩ নভেম্বর) জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশোধিত ২০১০ এর ৬ (ঙ) ধারার আওতায় দায়ের করা হয়েছে।  


এমতাবস্থায়, মামলার আসামিদের মধ্যে রয়েছেন—আবু তালেব, মো. ইসমাইল মিয়া, ঠান্ডু মিয়া, রমিজ মাস্টার, তমুজ উদ্দিন, কালা মিয়া, মফিজ উদ্দিন, মো. আব্দুর রউফ, আবুল কালাম, মো. সোহেল ভূঁইয়া, ইঞ্জি. আল হেলাল, কুদরত আলী, ডা. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ফারুক মিয়া, ছাদেক মিয়া, মুসলিম মিয়া, নুর উদ্দিন, মহাদেব দাস, মন মোহন দাস, রইছ মিয়া, ফরিদ মিয়া, সাইফুল ইসলাম, মো. উল্লাহ, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, নুরে আলম, আলা উদ্দিন মাস্টার, আ. মান্নান, নোয়া মিয়া, কাশেম মিয়া, এবং মেরাজ আলী।  


এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছে, এবং তারা অবিলম্বে এসব দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।  


এ বিষয়ে সরাইল উপজেলা পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নয়ন মিয়া সাংবাদিকদের জানান, "আমরা পরিবেশ দূষণ ও জলাধার ভরাটের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করি। এসব অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"  


সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।