কলাপাড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০২৪ ০৭:৩৯ অপরাহ্ন
কলাপাড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। 


অন্যন্যের মধ্যে  বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা প্রমূখ।