https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ৩:৫৬

শেয়ার করুনঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. হামিদুল হক খন্দকার তিস্তার উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রধানমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। এর পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির ৫১তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, উত্তরবঙ্গের তিস্তা নদী পাড়ের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় ৮ হাজার ২১০ কোটি টাকার পিডিপিপি ২০২০ সালের আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ছাড়াও পিডিপিপি এ বিষয়ে চীন সরকার একটি মূল্যায়ন প্রতিবেদন গত বছরের ৫ মার্চে ইআরডিতে প্রেরণ করে। উক্ত প্রতিবেদনে বড় আকারের ভূমি উন্নয়ন ও ব্যবহার এবং নৌ-চলাচল ব্যবস্থার উন্নয়নের বিষয়ে অধিকতর বিশ্লেষণ না থাকা এবং বড় আকারের বিনিয়োগ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, চীন সরকার প্রকল্পটি পর্যায়ভিত্তিক বাস্তবায়নের নিমিত্ত আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ দেয়। পাওয়ার চায়না কর্তৃপক্ষ চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের ২৭ আগস্টে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

মার্কিন সামরিক কমান্ডারের বাংলাদেশ সফর, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা !

মার্কিন সামরিক কমান্ডারের বাংলাদেশ সফর, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা !

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। দুই দিনের এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা।   বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের

ইউনুসকে চিঠি মোদির, বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্ত

ইউনুসকে চিঠি মোদির, বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্ত

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি দুই দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। মোদি তার চিঠিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এটি দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। মোদি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুই দেশের সম্পর্কের

"চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে বেইজিং গেলেন অধ্যাপক ড. ইউনূস"

"চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে বেইজিং গেলেন অধ্যাপক ড. ইউনূস"

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার দুপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তার এই সফর শুরু হয়েছে। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই চারদিনের সফরে তিনি চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন।   প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে, ২৭ মার্চ বোয়াও

নির্বাচনের প্রস্তুতি শুরু, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

নির্বাচনের প্রস্তুতি শুরু, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া

চর দখলের মতো ব্যাংকগুলো দখল করা হয়েছিল : প্রধান উপদেষ্টা

চর দখলের মতো ব্যাংকগুলো দখল করা হয়েছিল : প্রধান উপদেষ্টা

বিগত সরকারের আমলে চর দখলের মতো ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দখলের মাধ্যমে গ্রাহকের টাকা লুটে নেওয়া হয়েছে। এসব টাকা আবার বিদেশে পাচার করা হয়েছে । তবে বর্তমানে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে। হাসিনা সরকারের আমলে টাকা পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন,