সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ ০৭:০৫ অপরাহ্ন
সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা (রিপা)। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,


 উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত সুলতানা, এসময় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তুফছির, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল,


পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো.কাউছার আহমেদ,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম,বীর মুক্তিযোদ্ধা সাহের উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যকে সভা করতে হবে। সেই সভায় আমরা উপস্থিত থাকবো। এবং এলাকার সমস্যাগুলি জেনে সেখানে সমাধান  করা হবে। আর কয়েকদিন পরে উপজেলা  নির্বাচন অনুষ্ঠিত হবে।


সেইবিষয়ে সকলের সর্তক থাকতে হবে। নির্বাচনের বিধি অনুযায়ী  আইন- শৃঙ্খলা বাহিনী যা যা করার দরকার তাই করবে। তিনি আরও বলেন, সরাইলে যে ঘটনা ঘটবার ঘটে গেছে। আজ থেকে আর যেন এ সব ঘটনা না ঘটে। আমরা চাই সরাইলবাসী শান্তিতে থাকুক। আমরা সবাই শান্তিতে থাকি। আমরা চাই কোন ঘটনায়  একজন নিরপরাধ মানুষ ও কষ্ট না পাক। আমরা সমাজবদ্ধ জীব। আমরা আমাদের অবস্থান থেকে সকলকে সহযোগিতা করব। মনে রাখতে হবে  কারো মাধ্যমে  সমাজে যেন কোন ধরনের অপরাধ সংগঠিত না হতে পারে। গ্রাম অঞ্চলে কোন গোষ্ঠীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবং এমন কোনো ঘটনা ঘটার আগে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান।