মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালুর পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।
তিনি বলেন, ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কি না, পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।