প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ০:৪১
রাজবাড়ী প্রতিনিধি ॥ দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে সোমবার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মা নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
২২ দিনের এই নিষেধাজ্ঞায় মাছ ধরা, বিক্রি করা, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকেবে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছে মৎস্য অফিস।
ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় একটানা ২২ দিন গোয়ালন্দের রাখালগাছি থেকে চর ছেলিমপুর পর্যন্ত ৩০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তবে মৌসুমী জেলেরা নদীতে ইলিশ মাছ ধরার জন্য তাদের নৌকা ও ডাবল সেট জাল প্রস্তুত রেখেছে বলে জানাগেছে। নদীতে ইলিশ ধরা বন্ধ থাকার সময় উপজেলার তালিকা ভুক্ত ১৬২৭ জন জেলেকে ২০ কেজি করে চাউল দেওয়া হবে।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থেকে পদ্মা নদীতে মাছ ধরতে আসা জেলে ওসমান হালদার বলেন, একজন জেলে ২০ কেজি করে চাউল পাবে তা দিয়ে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে। চাউলের সাথে কিছু নগদ অর্থ দিলে জেলেদের আর্থিক সমস্যা কিছু টা কমতো। সংসার চালাতে অনেক জেলে আড়ৎদারদের নিকট থেকে দাদন নিয়ে সংসার চালাতে হবে। আগামীতে জেলেদের কে নগদ অর্থ বরাদ্দের দাবী জানান তারা।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মা ইলিশ রক্ষায় প্রচার প্রচারণা, মাইকিং, জেলেদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ করে সচেতন করছি। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হবে।