প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ২:২৭
আগামীকাল থেকে কলকারখানা খোলার সংবাদে ঢাকামুখী মানুষের ঢল সামাল দিতে সীমিত সময়ের জন্য যাত্রীবাহী নৌযান চালানোর অনুমতি দেয়া হয়েছে।
(৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ জানায়, এখন থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।
কলকারখানা খোলার কথা শুনে দেশের বিভিন্ন এলাকা থেকে চরম ভোগান্তির মধ্য দিয়ে লোকজন ঢাকায় আসতে শুরু করার পরিপ্রেক্ষিতে হঠাৎই এ ঘোষণা এলো।