প্রকাশ: ২৬ জুন ২০২১, ২১:১৬
দেশে করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের স্বার্থে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করার আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ (রাওব)।
এ অবস্থায় দেশ ও কর্মীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক স্বার্থের বিষয়টি বিবেচনা করে কোনো ভাবেই যেন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করা হয় সে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এ সেক্টরকে জরুরি সেবা খাত হিসেবে বিবেচনায় নিয়ে যেন লকডাউনের আওতামুক্ত রাখা হয়।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১