রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে গেল কয়েকদিন ধরে ঘাটে মানুষের ভিড় অব্যাহত থাকলেও বুধবার (১২ মে) যাত্রীদের চাপ আরও বেড়েছে। সকাল থেকে ঘরে ফেরা মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই ছিল না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রীরা নদীর স্রোতের মতো ফেরিযোগে বাড়ি ফিরছেন। যেন তিল ধারনের জায়গা নেই।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার ১৬ টি ফেরি চলাচল করেছে। এতে হাজার হাজার যাত্রী যানবাহন পারাপারে অস্বাভাবিক হয়ে উঠেছে দক্ষিন পশ্চিমাঞ্চালের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত ব্যস্ততম দৌলতদিয়া -পাটরিয়া নৌরুট। ফেরিতে রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স, পিকআপ, প্রাইভেটকার এবং পন্যবাহী যানবাহনের সঙ্গে কয়েক হাজার যাত্রী পার হচ্ছে। বিআইডব্লিউটিসির উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পরও দৌলতদিয়া ঘাটে যাত্রী পারাপারে ভোগান্তি বেড়েছে কয়েকগুন।
বুধবার ভোর থেকেই পাটুরিয়া ঘাট থেকে ছুটে আসতে থাকে ঘরমুখো যাত্রী সাধারণ। এতে বেলা বাড়ার সাথে সাথে এ নৌরুটে হাজার হাজার যাত্রী নিয়ে পন্যবাহি যানবাহন বোঝাই করে ঘাট ছেড়ে যায় একের পর এক ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক মোঃ ফিরোজ সেক এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। ১৬ টি ফেরি চলাচল করছে। এ নৌরুটে স্বাভাবিক ভাবেই ফেরি চলাচল করেছে। যাত্রী ও যানবাহন পারাপারে ফেরিতে কিছুটা চাপ তো থাকবেই।