সম্প্রতি মাদারীপুরের শিবচরে স্পিডবোটের ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা ঘটে। যার ফলে ২৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজহারনামীয় আসামী স্পিডবোটটির মালিক চান মিয়া ওরফে চান্দু।
যাকে ইতোমধ্যে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর র্যাব আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এক পর্যায়ে রোববার (৯ মে) ভোররাতে মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।’
এ বিষয়ে আজ বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।