সর্বাত্মক লকডাউনের সময় আগামী বুধবার বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।
সোমবার (১২ এপ্রিল) এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। তবে এই সময় বন্দর সংশ্লিষ্ট যেমন স্থলবন্দর, সমুদ্রবন্দর ও কাস্টমস-এর সঙ্গে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে। কেবল খোলা থাকবে, রফতানি কাজের জন্য কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখা ও বন্দর শাখাগুলো। তিনি বলেন, বাংলাদেশে কার্যরত বিদেশে ব্যাংকগুলোও বন্ধ থাকবে। কেবলমাত্র, স্থল নৌ এবং সমুদ্রবন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। আর খোলা রাখা যাবে রফতানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো।