প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ২২:৩২
ওমান সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ২৯ ডিসেম্বর থেকে ওমানের মাস্কাটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রোববার (২৭ ডিসেম্বর) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় দফায় গত ২১ ডিসেম্বর ওমান সরকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর আজ রোববার (২৭ ডিসেম্বর) ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ওমান।
নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ ডিসেম্বর থেকে মাস্কাটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এর আগের বাতিল ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।