আজ ঢাকা বারের ভোটগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩২ পূর্বাহ্ন
আজ ঢাকা বারের ভোটগ্রহণ স্থগিত

বৈরী আবহাওয়া ও ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় আজ বৃহস্পতিবারের ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করেছেন নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল জানান, বৈরী আবহাওয়া ও ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই পরবর্তী ভোটগ্রহণের তারিখ জানানো হবে।

তবে কমিশনের একটি সূত্রে জানা যায়, আগামী ৭ মার্চ দ্বিতীয় দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ প্রথম দিনের মতো শেষ হয়েছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এর মাঝে এক ঘণ্টা বিরতি ছিল। প্রথম দিনে ভোট দিয়েছেন ৪ হাজার ৬ শত ৪৬ জন। আর এর মধ্যে চারটি ভোট নষ্ট হয়েছে। এবারে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৮৯৭ জন।

ইনিউজ ৭১/এম.আর