হিলিতে প্রথম প্রমিলা ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪ ১০:৫০ অপরাহ্ন
হিলিতে প্রথম প্রমিলা ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে শহীদ আবু সাঈদ-মুগ্ধ স্মৃতি প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মংলা সেবা সংঘের উদ্যোগে ধানী জমি সংস্কার করে আয়োজন করা এই টুর্নামেন্টটি এলাকায় প্রথম প্রমিলা ফুটবল প্রতিযোগিতা।  


শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে লালমনিরহাট জেলা প্রমিলা ফুটবল দল ও জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলায় কোনো ফলাফল না আসায় ট্রাইবেকারে লালমনিরহাট দল জয় পায় এবং সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা উপভোগ করতে এলাকাবাসীর বিপুল সমাগম ঘটে।  


টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, মংলা সেবা সংঘের সভাপতি শাহ আলম, সম্পাদক আবুল কাশেম, উপদেষ্টা আলহাজ সোহরাব হোসেনসহ আরও অনেকে।  


মংলা সেবা সংঘের সভাপতি শাহ আলম বলেন, “এই সীমান্তবর্তী এলাকায় মাদকের ভয়াবহতা তুলনামূলক বেশি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন।”  


টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে অতিথিরা কুশল বিনিময় করেন। এই উদ্যোগ এলাকায় নারীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং তাদের প্রতিভা তুলে ধরার নতুন সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।  


এ ধরনের আয়োজন শুধু মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে না, বরং নারীদের ক্ষমতায়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। টুর্নামেন্টটি সফল করতে মংলা সেবা সংঘের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।  


এই প্রমিলা ফুটবল টুর্নামেন্ট হাকিমপুরের ক্রীড়া সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের এ ধরনের উদ্যোগ আরও প্রসারিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।