আল্লাহ কখনোই সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না

নিজস্ব প্রতিবেদক
হাফিজ মাছুম আহমদ দুধরচকী- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪ ১২:৫৪ অপরাহ্ন
আল্লাহ কখনোই সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না

আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদের মধ্যে কিছু ধরনের আচরণকে অসন্তুষ্টি জানিয়েছেন। এসব আচরণে সীমালঙ্ঘন, অকৃতজ্ঞতা, অহংকার, অপব্যয়, আমানতের খেয়ানত, এবং জুলুম অন্তর্ভুক্ত। আল কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, "হে মুমিনগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে হারাম কোরো না এবং সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না।" (সুরা মায়েদা, আয়াত ৮৭)


বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত এক হাদিসে তিনজন ব্যক্তি রসুলুল্লাহ (সা.)-এর ইবাদত সম্পর্কে জানতে চান। তাদের মধ্যে একজন বললেন, "আমি সারারাত জেগে সালাত আদায় করব", আরেকজন বললেন, "আমি সারাবছর রোজা রাখব", এবং তৃতীয়জন বললেন, "আমি নারী থেকে দূরে থাকব এবং বিয়ে করব না।" রসুলুল্লাহ (সা.) তাদের এ সিদ্ধান্ত জানার পর বললেন, "আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং বেশি তাকওয়া রাখি, কিন্তু আমি রোজা রাখি, আবার বিরতও থাকি, সালাত আদায় করি, আবার বিশ্রামও নিই এবং নারীদের বিয়ে করি।" (বুখারি) 


এই হাদিসে আমরা শিখি যে, একান্তে অবিশ্বাস বা অতি কঠিন ধর্মাচরণ না করে, ইসলামি জীবনযাপন একটি ব্যালান্সড এবং পরিপূর্ণ জীবন হতে হবে। যারা আল্লাহ ও রসুলের সুন্নত থেকে বিচ্যুত হয়, তারা সীমালঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে।


আল্লাহ কোরআনে আরও বলেছেন, "তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য কর, তারপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের পছন্দ করেন না।" (সুরা আলে ইমরান, আয়াত ৩২) 


এছাড়াও, আল্লাহ অহংকারীদের, অপব্যয়কারীদের এবং সীমালঙ্ঘনকারীদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সুরা কাসাসের (আয়াত ৭৭) একাধিক বাণীতে আল্লাহ বলেছেন, "জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করতে চেও না, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না।"


এ থেকেই বোঝা যায় যে, সীমালঙ্ঘনকারীদের প্রতি আল্লাহর অসন্তুষ্টি একাধিক আয়াতে বর্ণিত হয়েছে। সুতরাং, আমাদের সবার উচিত আল্লাহর নির্দেশ মেনে জীবনযাপন করা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের পথ অনুসরণ করা। 


লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক ইমাম ও খতিব, কদমতলী হযরত দরিয়া শাহ্ (রহ.) মাজার জামে মসজিদ, সিলেট।