ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃত ১০, ঘরছাড়া এক লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন
ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃত ১০, ঘরছাড়া এক লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মৃতদের পরিচয় শনাক্তে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানল ভেলটুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে প্রায় ১৩ হাজার একর জায়গা গ্রাস করেছে।  


ঘরবাড়ি হারিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন প্রায় এক লাখ মানুষ। বাতাসের তীব্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ৭৮৩ জন কারাবন্দিসহ প্রায় ২ হাজার দমকলকর্মীকে মোতায়েন করেছে। আগুন নেভানোর দলে অন্তত ৩০ শতাংশ সদস্য কারাবন্দি। তবে তারা মুক্তি পাওয়ার পর আর ফায়ার ফাইটার হিসেবে নিয়োগ পান না।  


দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার পর্যন্ত অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় তত্ত্বাবধায়ক। বাতাসের মান উন্নতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।  


বিশেষজ্ঞরা এটিকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর দাবানল হিসেবে উল্লেখ করেছেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।