নির্বাচনের জন্য অধৈর্য হলে সরকারের চলমান সংস্কার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা জানান, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার লক্ষ্যে সরকার একটি বৃহৎ সংস্কার এজেন্ডা নিয়ে কাজ করছে। তিনি বলেন, "সংস্কার কমিশন যখন তাদের প্রতিবেদন দেবে, আমরা তা বাস্তবায়নে কাজ করব। তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আগে নির্বাচন সম্ভব নয়।"
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। তবে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের অগ্রগতির ওপর। সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রস্তাব পেশ করবে এবং তা বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে আরও বলা হয়, সরকারের সংস্কার কার্যক্রমের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। উপদেষ্টা বলেন, "যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন, তারা বুঝতে পারছেন না যে, অপরিকল্পিত নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়।"
এ সময় উপদেষ্টা দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।