জলবায়ু পরিবর্তন সম্মেলন বিশ্ব নেতারা আগ্রহ নিয়ে সাক্ষাতে করছেন প্রধান উপদেষ্টা সঙ্গে

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ১২ই নভেম্বর ২০২৪ ০৩:১৬ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তন সম্মেলন বিশ্ব নেতারা আগ্রহ নিয়ে সাক্ষাতে করছেন প্রধান উপদেষ্টা সঙ্গে

জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন, কপ-২৯-এ অংশ নিতে আজারবাইজান পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, বসনিয়া ও হার্জেগোভিনা, লিখটেনস্টাইন এবং ভুটানের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।


মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এসব বৈঠকে অধ্যাপক ইউনূস মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে জলবায়ু সংকট ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া, লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। 


এর আগে, ১১ নভেম্বর, ঢাকা থেকে আজারবাইজানের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন অধ্যাপক ইউনূস। কপ-২৯ সম্মেলনে তিনি বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করবেন। 


এই সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দারিদ্র্য দূরীকরণের জন্য বাংলাদেশের প্রচেষ্টা ও সাফল্য বিশ্বে তুলে ধরার প্রস্তুতি চলছে।