সু চির মিয়ানমারে করোনাভাইরাসের হানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩১শে জানুয়ারী ২০২০ ০৪:০৮ অপরাহ্ন
সু চির মিয়ানমারে করোনাভাইরাসের হানা

চীন থেকে একজন পর্যটক মিয়ানমারে যাওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। আজ শুক্রবার মিয়ানমারের সরকারি কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই ব্যক্তি ইয়াঙ্গুনে যান। ওই বিমানে আরো ৭৮ জন যাত্রী ছিলেন। তবে ওই একজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।

চীনের ৫৬ বছর বয়সী ওই পুরুষের মধ্যে করোনাভাইরাসের লক্ষণও দেখা দিয়েছে। সে কারণে ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই বিমানের বাকি ৭৮ জনের মধ্যে কেবল মিয়ানমারের দু'জনকে নিজেদের মতো করে যেতে দেওয়া হয়েছে। অন্যদের বিমানবন্দরের বাইরে এখনো বের হতে দেওয়া হয়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব