
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ২১:৩১

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকার প্রধানদের বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবারের সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ায় দেশটির পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রীকে এ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, বিধিমালা ও কনভেনশন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নাকি তাদের অন্য প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পাকিস্তানের।
প্রসঙ্গত, ২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চীনা, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের সম্মেলনে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৭ সালের জুনে সংস্থাটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ভারত ও পাকিস্তান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব