২১আগস্ট নিহতদের স্মরণে স্পেন যুবলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩০শে আগস্ট ২০১৯ ০২:১৩ অপরাহ্ন
২১আগস্ট নিহতদের স্মরণে স্পেন যুবলীগের আলোচনা সভা

গত ২৯শে আগস্ট রোজ বৃহস্পতিবার মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে ২১আগস্ট গ্রেনেড হামলায়  নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্পেন যুবলীগ l সভায় অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন স্পেন যুবলীগের  নেতৃবৃন্দ l একুশে আগস্ট গ্রেনেড হামলার  মাস্টারমাইন্ড তারেক রহমান সহ পালিয়ে থাকা সবাইকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার দাবি করা হয় আলোচনা সভায় l  এ,কে,এম, সেলিম রেজার  সভাপতিত্বে ও এইচ,এম , দবির তালুকদারের পরিচালনায়, সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুজ্জামান l সভায়  ৫২থেকে শুরু করে ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর আই রবিন , স্পেন আওমীলীগের নবনির্বাচিত আহ্বায়ক ,সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা এম,এ, মালেক , প্রধান বক্তা যুবলীগ নেতা এনাম আলী খান  ,

বিশেষ অতিথি , বদরুল ইসলাম মাস্টার, যুগ্ন আহ্বায়ক স্পেন আওয়ামীলীগ, শ্যামল তালুকদার ,সদস্য আহবায়ক কমিটি স্পেন,স্পেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খসরু চৌধুরী, জিদ্দি চৌধুরি ,এফ এম ফারুক পাভেল ,সদস্য আহবায়ক কমিটি স্পেন ,রুবেল খাঁন ,আসাদুর রহমান সাদ , স্পেন আওয়ামীলীগ নেতা , মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ,যুবলীগ নেতা শেখ রুবেল উদ্দিন,শাকিল উদ্দিন সাবেক ছাত্র নেতা ,আব্দুল আজিজ আওয়ামীলীগ নেতা ,শফিক মিয়া , যুব নেতা ওলিউর,ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব রাখেন ,আল আমিন আহমেদ,শাহেদ আহমেদ রাজা, কবির উদ্দিন, সিয়াম আহমেদ,রাকিবুল ইসলাম ,হোসাইন ইকবাল,শেখ সুজন প্রমুখ l 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭১সালের দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা আজও থেমে নেই l১৯৭৫ সালে ১৫ ই আগস্ট আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে হারিয়েছি , দুস্কৃতিকারীরা হত্যা করেছে দেশ ও জাতির আদর্শ কে l ২০০৪সালের 21 আগস্ট সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা  করে ব্যর্থ হয়েছে বিএনপি জামাতের সরকার l শোকাবহ সেই দিনের কথা আজও ভুলিনি আমরা ,সেই শোকে আজও কাঁদে আইভি রহমানের পরিবার l তিনি আর ও বলেন দেশ আজ ও নিরাপদে নয় ,দেশের ভিতর গাপটি মেরে আছে  পাকিস্তানের দোসররা, চলছে দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্রl সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে , এস আর আই রবিন, প্রবাসী সবাইকে বৈধ পথে দেশে টাকা পাঠিয়ে শেখ হাসিনার সরকারকে সহযোগিতার আহ্বান জানান l পরিশেষে  মাওলানা মুহিবুর রহমানের বিশেষ মোনাজাত ও সভাপতির  সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে  সভার সমাপ্তি ঘোষণা করা হয় l