রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে থাকবে বেইজিং। একই সঙ্গে রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বেইজিং সহ্য করবে না বলে জানিয়েছেন নেপিডোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন হাই। মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লেইংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে দেশটির পত্রিকা ইরাবতি।
মিয়ানমার সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেনা প্রধানের সঙ্গে বৈঠকে চেন হাই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। বিষয় তিনটি হলো- প্রথমত, রোহিঙ্গা এবং মানবাধিকার ইস্যুতে মিয়ানমারের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সহ্য করবে না বেইজিং। দ্বিতীয়ত, সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সান এবং মানডালায় অঞ্চলের শহর পিও ও লুইনে যে সহিংস হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তারা। তৃতীয়ত, মিয়ানমারে শান্তি প্রক্রিয়া এবং শান্তি আলোচনা অব্যাহত রাখতে সম্ভাব্য পথ খুঁজতে সহায়তা করবে চীন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।