যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছেন দেশটির ইউনাইটেড কনস্টিটিউশনাল প্যাট্রিয়টস (ইউসিপি) দলের নেতা ল্যারি হপকিনস। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ধনকুবের জর্জ সরোসকে হত্যার পরিকল্পনা করেছেন তিনি। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বিবিসি। হপকিনস আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কিন্তু তিনি কবে এই জবানবন্দি দেন, তা উল্লেখ করা হয়নি।
গত সোমবার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে হপকিনসকে নিউ মেক্সিকোর একটি আদালতে হাজির করা হয়। তাকে গত শনিবার আটক করা হয়েছে। এর আগে নিউ মেক্সিকোর সীমান্তে মরুভূমিতে হপকিনসের দল বেশকিছু অভিবাসন প্রত্যাশীদেরকে আটক করে। তবে দলটির দাবি, এই সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীরা যাতে ঢুকতে না পারে সেজন্য তারা মার্কিন সীমান্ত রক্ষীদের সাহায্য করছিল। এফবিআই ২০১৭ সালে এফবিআই ইউসিপি সম্পর্কে জানতে পারে। আরও জানতে পারে যে হপকিনস এই দল পরিচালনা করে থাকে।
আদালতকে এফবিআইয়ের বিশেষ এজেন্ট ডেভিড গ্যাব্রিয়েল জানান, হপকিনস বলেছে যে বারাক ওবামা, হিলারি ক্লিনটন ও জর্জ সরোসকে হত্যার জন্য প্রশিক্ষণ দিচ্ছিল ইউসিপি। কারণ তারা আনটিফা নামের একটি বামপন্থি গ্রুপকে সমর্থন করে। তবে হপকিনসের আইনজীবী ও’কনেলের প্রশ্ন, তার মক্কেলকে দুই বছর আগে কেন আটক করা হয়নি? ২০১৭ সালে এফবিআই তার বাড়ি তল্লাশি করে। তখন তার বাড়িতে যে অস্ত্রগুলো পাওয়া যায়, সেগুলোর মালিক ছিলেন তার স্ত্রী। তখন তো হপকিনসকে আটক করা হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।