শ্রীলঙ্কা বিস্ফোরণে '৩৫৯ নয়, নিহত' ২৫৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে এপ্রিল ২০১৯ ১০:০৪ পূর্বাহ্ন
শ্রীলঙ্কা বিস্ফোরণে '৩৫৯ নয়, নিহত' ২৫৩ জন

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০৬ কমিয়ে দিল দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্য পরিষেবা বিষয়ক প্রধান জানান, ইস্টার সানডের বিস্ফোরণে ২৫৩ নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে ৩৫৯ জন নিহতের কথা বলা হচ্ছে, তা ঠিক নয় বলেই দাবি করেন তিনি।তার কথায়, এই মুহূর্ত নিহতের সঠিক সংখ্যা নির্ভুলভাবে বলা সম্ভব নয়। কারণ বিস্ফোরণে ছিন্নভিন্ন অজস্র অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলের চারপাশে এখনও ছড়িয়ে ছটিয়ে পড়ে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, সব মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং ডিএনএ স্যাম্পলের মাধ্যমে ক্রস চেকিংয়ের পর এ সংখ্যা নির্ধারিত হয়েছে। তবে এই ২৫৩ জনের মধ্যে কতজন দেশি ও কতজন শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ রয়েছে সে বিষয়ে কিছুই বলা হয়নি বিবৃতিতে। প্রসঙ্গত, গোয়েন্দা ব্যর্থতার জেরে ইতিমধ্যেই প্রেসিডেন্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবকে। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।