পশ্চিমা বিশ্ব যখন জঙ্গিগোষ্ঠী আইএসের খেলাফতের অবসান ঘোষণা করেছে, ঠিক তার কিছুদিন পরেই শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার মাধ্যমে আবারো নিজেদের অবস্থার জানান দিয়েছে জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার দায় স্বীকারের পর নিজেদের সম্পৃক্ততা নিশ্চিতে ভিডিও প্রকাশ করেছে আইএস। ভিডিওতে দেখা যায়, আইএস নেতা আবু বকর আল বাগদাদির কাছে আনুগত্যের শপথ নিচ্ছে হামলাকারী পরিচয় দেওয়া ব্যক্তিরা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বীক্রমাসিংহে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশে প্রশিক্ষণ নেয়া হামলাকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির পুলিশবাহিনী ও নিরাপত্তাবাহিনীকে পুনর্গঠনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। টেলিভিশনে দেয়া ভাষণে ২৪ ঘণ্টার মধ্যে নতুন প্রতিরক্ষা প্রধান নিয়োগের কথাও জানান তিনি।শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হামলার প্রতিশোধে এ সমন্বিত হামলা চালিয়েছে ইসলামি উগ্রপন্থিরা। হামলার তদন্তে এফবিআই এবং ইন্টারপোল সহায়তা করছে। বোমার আঘাতে ক্ষতবিক্ষত গির্জা মেরামতের জন্য দ্রুতই সরকারি বরাদ্দ দেবে শ্রীলঙ্কা সরকার।
শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি পাঁচ তারকা হোটেলসহ মোট আট জায়গায় করা ওই হামলায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন, আহত হয়েছেন ৫০০। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে অনুষ্ঠানকে লক্ষ্য করে চালানো ওই হামলার শিকার হয়েছেন অন্তত আটটি দেশের নাগরিক। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক নিহত শিশু জায়ানও রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।