কলম্বিয়ায় ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০১৯ ০১:৫২ অপরাহ্ন
কলম্বিয়ায় ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার ভোরে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো ১৪ জন নিখোঁজ রয়েছে বলে খবরে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আটটি বাড়ি মাটি চাপা পড়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের সন্ধানে তল্লাশী চলছে। দেশটীড় জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কাউকা এলাকার রোসাসে ঘটনাস্থলের নিকটস্থ হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধস হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইভান দুকো এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর