ফেনীর জেলার সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি-কে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মালদ্বীপে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপের হুলহুমালে ১৯ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় ভিউ কনস্ট্রাকশন এর আয়োজনে সাংবাদিক মনির হোসেন এর নেতৃত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, ভিউ কনস্ট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসেন, ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোখলেছুর রহমান আখন্দ, প্রবাসী সুমন হোসেন, নুরুল ইসলাম, শরিফুল ইশলাম, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক দিদারুল আলম প্রমুখ৷
এছাড়াও মানববন্ধনে মালদ্বীপ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন, মানবতার সেবায় মালদ্বীপ প্রবাসী ফোরামের সহ-সভাপতি সুমন হোসেন, ব্যবসায়ী মোঃ সাদেক, নুরে আলম ভূঁইয়া, ফারুক, প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি জুয়েল সিকদার, সাধারণ সম্পাদক বাউল আক্কাস, মিস্টার আলী, রাসেদ সহ শত শত মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধনে অংশগ্রহন করেন৷ বক্তারা বলেন, নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করে একজন মাদ্রাসার অধ্যক্ষ হয়ে ইতিহাসের কালো অধ্যায় রচনা করেছেন।
আজকের মানববন্ধন থেকে বাংলাদেশের সরকারের বিচার বিভাগের প্রধানকে অবগতি করতে চাই নুসরাত জাহান রাফির হত্যাকারীর সর্বোচ্ছ শাস্তি প্রধান করা হোক যাতে করে এই ধরনের অপকর্মে কোন ব্যাক্তি যাতে লিপ্ত না হতে পারে৷ বিভিন্ন স্লোগান দিয়ে নুসরাত হত্যায় জড়িতদের ফাঁসির দাবী করেন মালদ্বীপ প্রবাসীরা৷ দ্বিতীয় পর্বে, রাত ৮টায় হুলহুমালে নুসরাত হত্যার প্রতিবাদে ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বাউল আক্কাস এর উপস্থাপনায় এক প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় ঘন্টাব্যাপী বক্তব্য রাখেন ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী, আব্দুল কুদ্দুছ, বন্ধু মহলের সভাপতি নুরে আলম ভূঁইয়া, সুমন হোসেন, নুরুল ইসলাম সহ আরো অনেকে৷
মোখলেছুর রহমান আখন্দ বক্তব্যে বলেন, এক নুসরাতের বিদায়ে দেশ, সমাজ ও সভ্যতা আজ হাজারো প্রশ্নের সম্মুখীন। দেশের আপামর ব্যবস্থা বিশেষ করে মানুষের শিক্ষা, ধর্ম ও সংস্কৃতিমনষ্কতার অসারতাই যেন জানান দিয়ে গেল নুসরাত৷ নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় কঠোর অনুশীলনের পাদপীঠ মাদ্রাসার নিরাপদ চৌহদ্দি আজ নুসরাতের জন্য মৃত্যুকূপে পরিণত হলো৷ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী ও চলমান আলিম পরীক্ষায় অংশ নেয়া নুসরাত জাহান রাফিকে পরীক্ষা অসমাপ্ত রেখেই তার জীবনের সমাপ্তি টানতে হয়েছে। সম্ভাবনাময়ী নুসরাতকে মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এক পরিণতি বরণ করে নশ্বর এ পৃথিবী ছাড়তে হয়েছে। ইহজাগতিক মোহ, ঐন্দ্রজালিক লালসা আর প্রবৃত্তির বাসনার সম্মিলিত আঘাতে কৈশোরেই নুসরাতকে চিরবিদায় নিতে হলো। আধুনিক বিশ্ব, স্বাধীন দেশ আর সুশীল সমাজে এমনটি কেউ কখনো প্রত্যাশা করেনি। নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা একজন মাদ্রাসার অধ্যক্ষ সহ সকল দোষীদের আজকের মানববন্ধন ও প্রতিবাদী আলোচনা সভা থেকে ফাঁসির দাবি জানাচ্ছি৷
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।