পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে, নিহত ২৮

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই এপ্রিল ২০১৯ ১২:২০ অপরাহ্ন
পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে, নিহত ২৮

পর্তুগালে জার্মানির একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। আহতদের উদ্ধার করে ঐদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসার বরাত দিয়ে বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

Image result for পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটক নিহত

ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক। এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর