পূর্ব ভূমধ্য উত্তেজনার মধ্যেই ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে দক্ষিণ গ্রিসে মোরিয়া এজিয়ান উপদ্বীপে ইনিওহোস ২০১৯ চুক্তি নিয়ে আমিরাতের সঙ্গে ইসরাইল অংশ নেয়।
তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানায়, মোরিয়ায় আরব আমিরাতের সামরিক অবস্থানের পরিকল্পনার পেছনে ওয়াশিংটন রয়েছে বলে গুঞ্জন রয়েছে। আবুধাবি তুরস্কবিরোধী জোটে যোগদান এজিয়ান সাগরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
এ চুক্তিতে উল্লেখযোগ্য ছিল আবুধাবি ও ইসরাইলের পাইলটরা মোরিয়ায় জুড়ে তাদের বিমানগুলো একত্র করেছিল। এ বছরে ইনিহোস চুক্তির আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল সেনাবাহিনীর জন্য এফ-৩৫ ব্যবহার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।