পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লেগেছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় তলার একটি বাথরুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তৎক্ষণাৎ উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি।
এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর কার্যালয়ে একটি সভায় ছিলেন। ইমরান খানকে আগুনের খবর দেওয়া হলেও তিনি সভা চালিয়ে যান। তিনি বলেন, ‘আগে সবাইকে নিরাপদে ভবন থেকে নামানো হবে, তারপর আমি বের হব।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। এরপর ভবনে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সময় কর্মকর্তা-কর্মচারীদের সবাই নিরাপদে ছিলেন বলে জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।