
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৮:৩৩

চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। সারা মুখে বলিরেখা, বয়সের ছাপ রয়েছে শরীরেও। তবে বার্ধক্য তাকে কাবু করতে পারেনি এখনও। বয়স তার কাছে নেহাত সংখ্যা ছাড়া আর কিছু নয়। বর্তমানে তার বয়স ১১৬ বছরের কিছুটা বেশি। নাম কেন তানাকা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে যে, জাপানি এই নারীই বর্তমানে বিশ্বের প্রবীণতম জীবিত নারী। পুরো বিশ্বে আর কারও সন্ধান মেলেনি, যিনি কেন তানাকার থেকেও বয়সে প্রবীণ।



ইনিউজ ৭১/এম.আর