ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তান সেনাবাহিনী শারীরিক কোনো নির্যাতন না করলেও ‘মানসিক নির্যাতন’ করেছে বলে অভিযোগ করেছে ভারত। শনিবার ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, অভিনন্দন বর্তমানের ওপর ‘মানসিক নির্যাতন’ চালিয়েছিল পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী, ৬০ ঘণ্টা আটক থাকার পর শুক্রবার রাতে ওয়াগা সীমান্ত দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয় অভিনন্দনকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন তিনি বিমানবাহিনীর একটি হাসপাতালে রয়েছেন। হাসপাতালে তাকে দেখতে আসেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
অবশ্য পাকিস্তানে আটক হওয়ার পর তার যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল তাতে অভিনন্দনকে বলতে শোনা যায়, ‘পাকিস্তান সেনাবাহিনী আমার সঙ্গে বেশ ভালো আচরণ করছেন।’ তিনি পাক সেনাদের প্রশংসাও করেন ওই ভিডিওতে। তাছাড়া দেশে ফেরত এসে তিনি তার এমন বক্তব্য বদলাবেন না বলেও জানিয়েছিলেন তখন। পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে অভিনন্দনকে ফেরত দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেন, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। খবর এনডিটিভির।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।