প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫২
ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক হোটেলে আগুন লেগে এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে আরও তিনজন। দিল্লির কারোলবাগ এলাকায় হোটেল অর্পিত প্যালেসে স্থানীয় সময় ভোর চারটার দিকে আগুনের ঘটনাটি ঘটে। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পাওয়ার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট। হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন দিল্লি ফায়ার ব্রিগেডের উপপ্রধান সুনীল চৌধুরী। উদ্ধারের আগেই দু’জন প্রাণভয়ে হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েছিল বলেও জানান তিনি।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে। ভিডিওতে সাদা রঙের পাঁচতলা ওই ভবনের ছাদে আগুন দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী।দিল্লি-হোটেলে আগুন হোটেল ভবনটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এদের মধ্যে আহত ও দগ্ধদের তাৎক্ষণিকভাবে কাছাকাছি রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানানো হয়েছে। আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ইনিউজ ৭১/এম.আর