ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি বাঁধ ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাঁধ ধসে পড়ার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও প্রায় ১৫০ জন। মাইনাস গেরাইস রাজ্যের ব্রুমানদিনহোর এলাকায় বাঁধ ভেঙে প্রত্যন্ত এলাকায়জুড়ে কাঁদা-মাটি ছড়িয়ে পড়েছে। এতে অনেক ভবন এবং যানবাহন কাঁদা-মাটির নিচে চাপা পড়েছে। হেলিকপ্টারে করে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা। বাঁধ ধসে পড়ায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শ্রমিক। তারা বাঁধের কাছে একটি ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই ক্যাফেটেরিয়াও কাঁদা-মাটির নিচে চাপা পড়েছে।
ব্রাজিলের একটি বৃহত্তম খনি কোম্পানির ওই বাঁধটি কিভাবে ধসে পড়ল তা এখনও পরিস্কার নয়। ১৯৭৬ সালে নির্মিত বাঁধটি শুক্রবার স্থানীয় সময় দুপুরে ধসে পড়ে। এটি ফেইজাও লোহার আকরিক খনির কাছে অবস্থিত। প্রায় তিন বছরেরও বেশি সময় আগে মাইনাস গেরাইস রাজ্যের অন্য একটি শহরে বাঁধ ধসে পড়ায় প্রায় ১৯ জনের প্রাণহানি ঘটে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।