দিনাজপুরের পার্বতীপুরে একই লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে কয়েক হাজার যাত্রী। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে স্টেশনের ৪ নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
জানা গেছে, পূর্বে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিল রামসাগর ট্রেন। তবে সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ভুলবশত একই লাইনে প্রবেশ করে। এতে দুটি ট্রেন একে অপরের দিকে চলে আসে। তবে ট্রেন চালক আব্দুস সামাদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারল না। তিনি প্লাটফরমে ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।
ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, “সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে আমি খুবই খুশি যে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে পার্বতীপুর সিগন্যাল মাস্টার নুর কুতুব কোন মন্তব্য করতে রাজি হননি। তবে, রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এমন ধরনের ঘটনা রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।